সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের প্রাচীনতম সলঙ্গা হাটে ইদানিং পকেটমারের ঘটনা ব্যাপক হারে বেড়েছে।সপ্তাহের সোমবার ও বৃহ:বার হাটে বিভিন্ন দোকান পট্রিতে হাটুরেদের কাছ থেকে মোবাইল ফোনসেট,টাকা হাতিয়ে নেয়ার একাধিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।একটি চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে আসলেও হাট কমিটির রহস্যজনক নীরবতার কারণে এ ধরনের অপরাধ প্রবণতা বেড়েই চলেছে বলে ভুক্তভোগীরা জানান। হাটুরেদের অভিযোগে জানা গেছে,সর্বশেষ সলঙ্গার সাপ্তাহিক বড় হাট গতকাল সোমবার বিকেলে কদমতলা তরকারি হাটায় হাটুরেদের পাঞ্জাবীর পকেট হতে মোবাইল চুরির ঘটনা ঘটেছে।এর আগে কোরবানীর ঈদে গরু হাটা,ভুষাল হাটা,ডিমহাটা ও তরিতরকারি হাটায় হাটুরেদের পকেট কেটে নগদ টাকাসহ বেশ কয়েকটি মোবাইল ফোনও নিয়ে যায় পকেটমারেরা।
শুধু তাই নয়,সুযোগ বুঝে দোকানীদের দোকান থেকেও টাকা চুরি করে এসব ছিচকে চোরেরা।হাট ইজারাদার মতিয়ার রহমান সরকার জানান,ঐতিহ্যবাহী হাটের নাম সলঙ্গা।পকেটমার ঢুকে এ হাটের বদনাম হবে,তা কখনই হতে দেব না।হাটে পকেটমারের সন্ধান পেলে কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না। এ বিষয়ে সলঙ্গা থানার ওসি হুমায়ন কবির জানান,চুরি- ছিনতাই ও পকেটমার রোধে আমিসহ আমার পুলিশের সকল সদস্য কঠোর ও তৎপর।নিদ্রিষ্ট কোন অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।