এম.আতিকুল ইসলাম বুলবুল এর কবিতা
লোবান
লোবানের গন্ধ শুকে শুকে
চলে এসা খাটিয়ার পাশে।
আঁচলে মুথ চেপে খানিক কাঁন্না
খাটিয়ে তুলে অনেক মানুষ
আমাকে পৌছাবে গন্তব্যে।
গন্তব্যে থেকে না ফেরা মানুষের
আগেই গন্তব্যে ফিরো।
যেমন ফিরেছিলে একদিন
লোবান শুকে নয়, সুখের গন্ধে
নিস্কৃতি পেতে, শুধুই সুখ অন্নেষণে।
আগুন
আগুনের অদৃৃশ্য স্পর্স ছেড়ে
আরেক আগুন নেভালে।
হাজারও নষ্ট রাত জন্ম দিয়ে
প্রসব করলে
ফুটফুটে বাসড় রাত।
তাতেই জ্বলেছে আগুন
অথচ আগুন নিভেছে
তোমারই নীড়ে।
জ্বলে
প্রাক্তন অন্তর জ্বলে
ফসকা গলার পরে যেমন।
জ্বলে আমার শরীর
তোমার সিদ্ধান্তে।
ভুক লেগেছে, পেটে না-
ফেলে আসা সততায়
তাই জ্বলছে।
জ্বলছে, বোকামীর কর্মে।