সলঙ্গা প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতকুর্শী- নৈপাড়া গ্রামের আঞ্চলিক সড়ক রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।গতকাল বুধবার সকালে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান,নৈইপাড়া গ্রামের আবাদি জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুকুর খননের কাজ চলমান রয়েছে। প্রতিদিন অতি ভারী ড্রাম ট্রাক দিয়ে মাটি পরিবহনের ফলে এলাকার একমাত্র চলাচলের আঞ্চলিক রাস্তাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়কে বিভিন্ন অংশ ভেঙে গেছে, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে গর্ত। সামান্য বৃষ্টিতে কাদা জমে সড়ক হয়ে উঠছে চরম ঝুঁকিপূর্ণ।
বক্তারা আরো বলেন, গ্রামীণ এই রাস্তাগুলো স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষের প্রতিদিনের চলাচলের প্রধান মাধ্যম। অথচ অবৈধভাবে চলমান এই পুকুর খননের কার্যক্রমের কারণে জনভোগান্তি দিন দিন বাড়ছে। জনস্বার্থে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়ে অবিলম্বে পুকুর খনন বন্ধ ও সড়ক রক্ষার দাবি জানান তারা। সেই সাথে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগও দেন তাঁরা।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী,ব্যবসায়ী, কৃষক,নারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা সতর্ক করেন, দাবি আদায়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।