তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
মাদকদ্রব্য কেনা- বেচাও সেবন বন্ধে সিরাজগঞ্জের তাড়াশে সোলাপাড়া গ্রামবাসীর উদ্দ্যেগে মাদক প্রতিরোধে মাদক বিরোধী একটি গ্রাম কমিটি গঠন করা হয়েছে।আর কমিটি গঠন উপলক্ষ্যে বৃহস্পতিবার উপজেলার তাড়াশ পৌর এলাকার সোলাপাড়া মাদ্রাসা মাঠে গ্রামবাসির আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোলাপাড়া গ্রামের কৃতি সন্তান ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ডা. মো. আয়নুল হক রানা।
এ সময় অনান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম, শিক্ষক আব্দুল হামিদ, মকুল হোসেন,আব্দুল ওহাব আলীসহ ওই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে গ্রামবাসির মধ্যে থেকে ৫১ সদস্য নিয়ে মাদক প্রতিরোধে একটি মাদক বিরোধী গ্রাম কমিটি গঠন করা হয়।