আবুল কালাম আজাদ:
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও সোনালি ব্যাংকের সহযোগিতায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে
উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার ২২ মে সকাল ১১ টায় অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহি অফিসার(অ:দা:) ও এসিল্যান্ড (ভুমি) মো: আসাদুল ইসলাম।উপজেলা লিড ব্যাংক গুরুদাসপুর সোনালি ব্যাংক শাখার ম্যানেজার মনিরুজ্জামানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর সোনালি ব্যাংক আঞ্চলিক শাখার ডিজিএম (ইনচার্জ) প্রিন্সিপল অফিসার,মো: আহসান রেজা,বাংলাদেশ ব্যাংক রাজশাহি শাখার যুগ্ম পরিচালক এ কে এম আমিরুল ইসলাম এবং সহকারি পরচালক শামিম আহমেদ।
আরো বক্তব্য রাখেন,উপজেলা কৃষি আফিসার মো: হারুনর রশিদ,প্রানিসম্পদ অফিসার মো: রোকনুজ্জামানো সমাজসেবা অফিসার মো: শফিকুল ইসলাম।সহকারি পরচালক শামিম আহমেদ জাল টাকা এবং আসল টাকা চেনার উপায়সমুহ বিস্তারিত আলোচনা করেন। এর পর প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আককাছ সহ অনেকেই।ওয়ার্কশপে বীর মুক্তিযোদ্ধা,গনমাধ্যম কর্মি,শিক্ষক,ব্যবসায়ি,সরকারি বেসরকারি কর্মকর্তা,ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনি পেশার সদস্য্রা উপস্থিত ছিলেন।