পাবনার চাটমোহরে রাতে ফসলী জমিতে মাটি কাটার মহোৎসব চলছে 

Spread the love
পাবনা প্রতিনিধি 
পাবনার চাটমোহরে রাতে বেলায় সবার চোখকে ফাঁকি দিয়ে মাটি কেটে সাবাড় করছে একটি চক্র। এ মাটি ইটভাটাসহ অন্যত্রে বিক্রি করা হচ্ছে মর্মে একাধিক সুত্রে জানা গেছে। এমনই এক চিত্র দেখা মিলছে উপজেলার ছাইকোলা ইউনিয়নে।
জানা গেছে, একটি চক্র রাতের আঁধারে ফসলী জমি কেটে সাবাড় করছে।  এসকল অবৈধ কর্মকান্ড পরিচালিত হলেও প্রতিকার করার মতো কেউ নেই বলে এলাকাবাসী অভিযোগ করেন।   জানা গেছে, উপজেলার ছাইকোলা ইউনিয়নের বরদানগর মৌজায় বরদানগর গ্রামের মৃত গোলজার সরকারের ছেলে আব্দুস সালাম এর ফসলী জমি একই গ্রামের জনাব ব্যাপারীর ছেলে জহুরুল ব্যাপারী, জায়দুল মোল্লার ছেলে জহুরুলমোল্লা, মন্টু সরদারের ছেলে ঠান্টু সরদার সংঘবদ্ধভাবে প্রতি রাতে ধানকুনিয়া গ্রামের উজ্জলের মাধ্যমে ভেকু দিয়ে মাটি কেটে সাবাড় করছে। এই মাটি রাতের আঁধারেই চলে যাচ্ছে বিভিন্ন ইট ভাটাসহ অন্যত্র। সারাদিন ভেকুটিএকই জায়গায় পড়ে থাকে। সেখানে কাউকে খুজে না পাওয়া গেলেও রাত ৮টার পর থেকে ভোরপর্যন্ত বিরতিহীনভাবে ফসলী জমি কেটে মাটির বিক্রির এই মহা উৎসব চলছে। ফলে পার্শ্ববতী জমির মালিকগণ পড়েছেন বিপাকে। তাদের জমি এখন ধ্বসে যাবার উপক্রম হয়েছে।
একাধিক সমর্থিত সূত্র জানায়, বিভিন্ন মহলকে ম্যানেজ করেই সাবাড় করছে ফসলী জমি। অপর দিকে মোতালেব হোসেন নামে এক মাটি খেকো বোয়াইলমারীমাঠে ফসলী জমির মাটি কেটে দীর্ঘদিন ধরে বিক্রি করলেও দেখার কেউ নেই। চতুর এ সকল ব্যক্তিদিনের চাইতে রাতকেই বেশী প্রাধান্য দিয়ে উজার করছে ফসলী জমি। সরকারি বিধি নিষেধ থাকলেও চাটমোহর উপজেলার এক শ্রেণীর অসাধু ব্যক্তি আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চালিয়ে যাচ্ছে এ সকল অপকর্ম।
 গুঞ্জন রয়েছে বিএনপির কতিপয় নেতাকর্মী এসকল অপকর্মের সাথে যুক্ত রযেছে। রাতের আঁধারে মাটি কাটার ব্যপারে চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, ফসলী জমি কাটা রোধে আমরা সোচ্চার রয়েছি। বরদানগরে রাতের বেলা মাটির কাটার বিষয়টি আমি দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এলাকাবাসী চাটমোহর উপজেলার ফসলী জমি কেটে মাটি বিক্রির এই মহাৎসব বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পাবনার জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD