আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামে একজনকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার জুমার নামাজের পর উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে। নিহত সায়দার আলী ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, চৌপাকিয়া গ্রামের সায়দার আলী (৫০) শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই গ্রামের বেল্লাল হোসেন ও তার ছেলে আনিছুর রহমান মিলে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে সায়দার ঘটনাস্থলেই মারা যান। এদিকে এঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী বেল্লাল হোসেনের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে।
এবিষয়ে তাড়াশ থানার অসি মো :জিয়াউর রহামন জানান, আমি ঘটনা শোনার পরে পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।