পাবনায় কবরস্থানের সভাপতি পদে নির্বাচন লড়বেন দুই বিএনপি নেতা 

Spread the love
জাহাঙ্গীর আলম, পাবনা প্রতিনিধি
জাতীয় নির্বাচন ছাড়াও স্থানীয়ভাবে জেলাপরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এমনকি বিভিন্ন সমবায় সমিতি বা সংগঠণের বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দেশে কবরস্থান বা মসজিদ কমিটির
নির্বাচনে ভোট গ্রহণ সম্ভবত এই প্রথমবার অনুষ্ঠিত হত যাচ্ছে। এই নির্বাচন নিয়ে চরম কৌতুহলের সৃষ্টি হয়েছে মিডিয়াকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে।
পাবনার চাটমোহরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কবরস্থান কমিটির সভাপতি পদে। আগামী ২৪ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলার মুলগ্রাম ইউনিয়নে “জান্নাতুল বাকি” কবরস্থান কমিটির সভাপতি পদে ভোট হতে চলেছে। বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) তিন গ্রামের
প্রতিটি পরিবার থেকে একজন পুরুষকে ভোটার করে ইতোমধ্যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ৮০০ জন ভোটার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন পরবর্তী তিন বছরের জন্য গোরস্থান কমিটির ‘সভাপতি’ নির্বাচন করবেন। আগামী ২৪ মে শনিবার
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কবরস্থান সংলগ্ন ঈদগাহ্ ময়দানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন প্রধান ও কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক মো.আব্দুল মতিন মাষ্টার জানান, জান্নাতুল বাকি কবরস্থান পরিচালনা কমিটি গঠনে ‘সভাপতি’ পদ নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়।
বেশ কয়েকজন সভাপতি হতে আগ্রহ প্রকাশ করেন এবং প্রকাশ্য দ্বন্দে জড়িয়ে পড়েন। এহেন পরিস্থিতিতে আমরা চাটমোহর থানার অফিসার ইনচার্জের স্মরণাপন্ন হই। তিনি নির্বাচনের পরামর্শ দেন। আমাকে নির্বাচন কমিশন প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি গঠন করা হয়। নির্বাচনী তফশিল ঘোঘণা করলে সভাপতি পদে ত্রিশ হাজার টাকা জমা দিয়ে দুইজন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় এবং দাখিল করেছেন। বাছাই শেষে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থী দুজন হলেন মো. আব্দুল কুদ্দুস (ছাতা) এবং মো.শরিফুল ইসলাম (চেয়ার)। মনোনয়নপত্র বিক্রি বাবদ প্রাপ্ত ৬০ হাজার টাকায় নির্বাচনে ব্যয় করা হবে। প্রথমবারের মতো কবরস্থানের কমিটির সভাপতি নির্বাচন ‘টক অব দা চাটমোহরে’ পরিণত হয়েছে। অধির আগ্রহে আছেন এলাকাবাসী এই নির্বাচন নিয়ে। জাতীয় ও স্থানীয় নির্বাচনের মতোই এই নির্বাচন এলাকায় উৎসাহের আমেজ সৃষ্টি করেছে। চলছে প্রার্থীদের আপ্যাায়ন। একাধিক সমর্থিত সূত্র জানায়, আর্থিক লেনদেনও চলছে ভোটার আর প্রার্থীর মধ্যে।
2 Attachments • Scanned by Gmail

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD