বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে সাপের কামড়ে আদরী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার জোয়াড়ীয়া ইউনিয়নের কামার দহ সরদারপাড়ার মোঃ আলামিনের কন্যা।
এলাকাবাসী জানান, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে বাড়ির গেটের সামনে খেলাধুলা করার সময় ইটের মধ্য হতে বিষাক্ত সাপ কামড় দেয়। শিশুর চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা ছুটে আসে এবং বিষাক্ত সাপকে মেরে ফেলে। মুমূর্ষু অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।