রায়গঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে আসন্ন ১০ মার্চ ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ মতবিনিময় সভা করেছেন আ’লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন। গত রবিবার সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাকক্ষে জেলা আ’লীগের উপদেষ্টা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। আ’লীগ মনোনিত প্রার্থী ও নৌকার বিজয় নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রচার-প্রচারণায় অংগ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অর্থ বিষয়ক কমান্ডার গাজী আলী আশরাফ মাস্টার, সাবেক ডিপুটি কমান্ডার জহুরুল ইসলাম বাতেন, সাবেক কমান্ডার খন্দকার সোরহাব আলী, গাজী এছার উদ্দিন, গাজী আনিসুর রহমান, রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কে.এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক কাউসার আহমেদ প্রমুখ।
