কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: গান গেয়ে মাতিয়ে গেল বাউলিয়ানা মিউজিক মিডিয়ার কন্ঠশিল্পীরা। গত বুধবার জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউলিয়ানা মিউজিক মিডিয়া’র প্রতিষ্ঠাতা সভাপতি গীতিকার প্রভাষক তানজির আহমেদ সাকিব। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউলিয়ানা মিউজিক মিডিয়া’র সাধারন সম্পাদক কন্ঠশিল্পী কিরণ খান, শান্তনা আক্তার, মিনহাজুল ইসলাম টিটুু, বেলাল হোসেন, আশরাফ আলী, সানোয়ারসহ স্থানীয় অন্যান্য কন্ঠশিল্পীগণ।