কল্যান কর দল থাকলে একমাত্র জাকের পার্টি আছে – আলমগীর হোসেন

Spread the love
চলনবিল প্রতিনিধিঃ
বাংলাদেশ তথা সারাবিশ্বে একমাত্র কল্যান কর দল থাকলে একমাত্র  জাকের পার্টির  আছে। সিরাজগঞ্জ জেলার সভাপতি মোঃ আলমগীর হোসেন। বুধবার  (২৪ সেপ্টেম্বর ) বিকেলে  সিরাজগঞ্জের তাড়াশে ১ নং তালম ইউনিয়নের গোন্তা বাজার  দলের সাংগঠনিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন। তিনি আরো বলেন, রাষ্ট্রের সংস্কার করতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছে তার মাধ্যমে নির্বাচনের ধারার গুণগত পরিবর্তন করতে হবে।
আগামী নির্বাচনে জাকের পার্টিই সরকার গঠন করবে। কারন আমরা বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরির দল করি। তিনি এমন নেতা যার চরিত্রে কোন দাগ নাই যার কোন ভুল নাই। যে নেতা কখনো মিথ্যার সাথে আপোষ করে নাই। তাই আপনারা সবাই জাকের পার্টির সাথে থাকুন বাংলাদেশ কে বাচান। আমরা আশাবাদী এমন নেতাকেই এবার জনগণ ভোট দিবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাংগঠনিক বিভাগ সিরাজগঞ্জ, মোঃ আব্দুল গণি মোল্লা,সিরাজগঞ্জের কৃষক ফন্টের সভাপতি খন্দকার মোঃ আলাউদ্দিন, তাড়াশ উপজেলার সভাপতি  মোঃ ইদ্রিস আলী, মহিলা ফ্রন্টের সভাপতি, মোছাঃ হেনা তালুকদারসহ প্রমুখ।  উক্ত অনুষ্ঠানেটির সভাপতিত্ব করেন মৎস্যজীবী ফন্টের সভাপতি মোঃ আবু সাঈদ, এ ছাড়াও আরো ছিলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড জাকের পার্টি মূল দলসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD