এস,এম জয়নাল আবেদীন (জয়)
মোবাইল নং ০১৭৪৫৮৫৫৯২০
অঞ্জলী
বোশেখে আসিবে জানি,
সুখের স্বপ্ন অর্চনা অর্ঘ নিয়ে নলিনী।
সেই আসিলা ক্লান্ত দুপুর বেলা,
কুহেলী মাঝে কুমদ হাতে এঁকে আলপনা।
তৃষিত প্রতারনা তাপিত প্রবঞ্চনা,
জীর্ণতা টেলে এলে ঘুমেরা অঘোরে হে সাহানা।
যেন পার সহন পরিপূর্ণ গ্রহণ,
আনন্দ লোকে খুশির বোশাখে ফের ফিরিও,
ফুল হয়ে ফুটে, নদী হয়ে ছুটে,
ভোমর হয়ে উড়ে, এসে বঙ্গ দেশে
পরিপূর্ণ হয়ে পংকজ সরোবরে
হাসনা হেনার মত।