ফারুক আহমেদ :
রাহিদ মান্নান লেলিন ক্রীড়া সংস্থার আয়োজীত ভীলবল লীগ ০৪ – ০৩ – ২৫ এর পুরস্কার বিতারনী অনুষ্ঠান গত ০৪ – ০৩ – ২০২৫ শুক্রবার বিকালে ৪ টার সময় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানার অন্তর্ভুক্ত ৩নং ধুবিল ইউনিয়নে ২নং ওয়ার্ড আমশড়া সুইট ইট ভাটা মাঠে অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপি সদস্য রাহিদ মান্নান লেলিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান মেহমান সিরাজগঞ্জ জেলা বিএনপি উপদেষ্টা মন্ডলীর সদস্য মেহেদী আফজাল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ৩নং ধুবিল ইউনিয়নের চেয়ারম্যান ও সলঙ্গা থানার সাবেক সদস্য সচিব হাসান ইমাম সহন তালুকদার, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি রাশিদুল হাসান পাপন, ধুবিল ইউনিয়নের সিনিয়র সহসভাপতি স’ ম আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সংগঠন সম্পাদক আব্দুল কাশেম। ৩নং ধুবিল ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মোহরের সভাপতিত্বে ও বিএনপি নেতা রোকনুুজ জামানের পরিচলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন পর্যয়ের বিনএপির অংগ সংগঠনর নেতৃবৃন্দ ও ক্রিয়া প্রমিক দর্শক বিন্দু।