ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন গোলাম হাসনাইন রাসেল 

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:  পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে  গোলাম হাসনাইন রাসেল মোটরসাইকেল প্রতীক নিয়ে  বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র ও  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।তিনি ৩১ হাজার ৫৫৯ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী জেলা কৃষক লীগের সহ-সভাপতি মেজবাউর রহমান (ঘোড়া)  পেয়েছেন ২ হাজার ৬৭৯ ভোট।আজ মঙ্গলবার রাত ৮ টায় উপজেলা পরিষদ  সম্মেলন কক্ষে নির্বাচনের বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে  গোলাম হাফিজ রঞ্জু (টিউবওয়েল) ৩০ হাজার ৮১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাজ্জাদুর রহমান তারেক ( তালা) পেয়েছেন ৩ হাজার ১৯২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজিদা পারভীন পাখি ( হাঁস)  নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১৯ হাজার ১৮২। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী  কানিজ রিমা বিশ্বাস(ফুটবল) পেয়েছেন ১১ হাজার ২০৩ ভোট।  নির্বাচনে ভাঙ্গুড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ১ লাখ ৩ হাজার ১৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৭৭৮ জন এবং মহিলা ভোটার ৫১ হাজার ৪১২ জন, হিজড়া ১ জন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD