ফারুক আহমেদঃ সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় ৩নং ধুবিল ইউনিয়ন ২নং ওয়ার্ড আমশড়া জোরপুকুর বাজার ছহিরের নতুন মার্কেটে ২নং ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত ইউনিয়নের আওয়ামিলীগের সকল অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদের নিয়ে উঠান বৈঠক গত কাল শনিবার রাত ১১টার সময় অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ৬৪ সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ – সলঙ্গা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান (লাভু)। আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ধুবিল ইউনিয়নের সভাপতি মণিরুজ্জান মনি মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুল করিম ভোলা সরকার ।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারীক সরকার। ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করীম বাদশা সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।