নাটোরের জেলা প্রশাসন  দিলেন বাইসাইকেল

Spread the love

আবুল কালাম আজাদ।।নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের  ১৪ জন সংবাদপত্র বিতরণ  কর্মিদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছেনাটোর সার্কিট হাউজ চত্বরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ১৪জনের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি।এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ারসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত,স্মার্ট, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা বলেছেন। এসব বাই সাইকেল বিতরণের মধ্য দিয়ে মাঠ পর্যায়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করার একটি উদাহরণ সৃষ্টি করেছেন নাটোরের জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বাইসাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করেছেন,সংবাদ পত্র বিতরন কর্মী এমরান আলী জোহা।

তিনি বলেন, ৩৮ বছর ধরে নাটোর শহরে পত্রিকা বিতরণ করে আসছেন। তার বাইসাইকেল নষ্ট হয়ে যাওয়ায় পত্রিকা বিতরণের জন্য বর্তমানে একটি বাইসাইকেল বিশেষ প্রয়োজন ছিল। কিন্তু টাকার অভাবে তিনিসহ অনেক পত্রিকা বিপননকারী বাইসাইকেল কিনতে পারছিল না। ফলে সকলের পক্ষ থেকে তিনিই নাটোর জেলা প্রশাসনের কাছে সহযোগীতার জন্য লিখিত ভাবে আবেদন করেন। তার আবেদনে সাড়া দেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাইকেল প্রদান করায় তাদের ১৪জনের দীর্ঘদিনের সমস্যা সমাধান হলো।

image.png

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:

Website Design, Developed & Hosted by ALL IT BD