রায়গঞ্জ প্রতিনিধি – সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নিমগাছি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ক্লাস টেনে প্রতি বছরের মত এবারও মেধাবী নেত্রী নির্বাচন অনুষ্ঠিত হয় গত রবিবার। নির্বাচনে সিইসির দায়িত্ব পালন করেন স্কুলের সিনিয়র টিচার ও ট্রাষ্ট প্রতিনিধি আব্দুল হাদী তালুকদার। এর আলোকে এবারের নির্বাচিত নেত্রী ক্লাস টেনের অনন্যা পোদ্দারকে ক্রেষ্ট এবং সন্মানীর অর্থ প্রদান করা হয় দুপুর বারটায় স্কুলের দশম শ্রেনী কক্ষে। অনন্যা পোদ্দার নিমগাছির বিশিষ্ট ব্যাবসায়ী নিরঞ্জন পোদ্দারের কন্যা। ক্রেস্ট ও সন্মানীর অর্থ শ্রেনীকক্ষে গিয়ে প্রদান করেন স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান জিন্নাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ইউনুস রবিন। উল্লেখ্য, প্রত্যেক বছর স্কুলের দশম শ্রেনীর ছাত্র – ছাত্রীদের সরাসরি ভোটে একজন মেধাবী ছাত্রীকে লীডার নির্বাচন করা হয়। নির্বাচিত নেত্রী প্রতি মাসে ১০০০ টাকা সন্মানী অর্থাৎ বছরে ১২ হাজার টাকা ও একটা ক্রেস্ট পান । এবারের নির্বাচনে প্রার্থী ছিলেন তিন জন। ওরা হলেন অনন্যা পোদ্দার। তিনি পান ৪৯ ভোট। তার প্রধান প্রতিপক্ষ আয়শা সিদ্দীকা পান ৪৫ ভোট। অপর প্রার্থী বিজিতা দেব ৪ ভোট পান। বাতিল হয় ৪ ভোট। গতবার নির্বাচিত হন পুল্লা গ্রামের ভুট্টো সরকারের মেয়ে সুমাইয়া সরকার ভাবনা, যিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। ভোট, সন্মানী প্রদানসহ সার্বিক কার্যক্রম পরিচালিত হয় একিউ তালুকদার ট্রাষ্ট (প্রস্তাবিত) এর সৌজন্য
