সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদ

প্রতিষ্ঠাতা ওরা ১১ জন হলেন- মঞ্জুর কাদের, আব্দুল খালেক, আলী আওয়াল বাবর, মনির আহমাদ, আলতাব হোসেন, রোজাইল করিম রোমিও, হাসিনুর রহমান বাবু, ওমর ফারুক রানা, আবু সাইদ বাদশা, সরকার মহির উদ্দীন ও আব্দুর রহিম। তখন ছিল তারা কলেজ শিক্ষার্থী। হাজী জামাল উদ্দীন ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও গণমাধ্যম কর্মী আবু জাফর মঈন সিদ্দিকীর পরামর্শে ১৯৮৬ সালের কোন একদিন বিকেলে সবার মিলিত সিদ্ধান্তে এই পরিষদের যাত্রা শুরু হয়।তৎকালীন ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, বর্তমান পাবনা-৩ (ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুর) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন প্রতিষ্ঠানটিকে আর্থিক অনুদান উদ্যোক্তাদের সঠিক দিক নিদের্শনা দিয়ে পথ চলাকে আরও সুগাম করেছিলেন।বর্তমানে ভাঙ্গুড়া বাজারের প্রাণ কেন্দ্র অবস্থিত এই লাইব্রেরী একজন কেয়ার টেকার সার্বিক তত্ত্বাধান করেন। এখানে প্রতিদিন বইপ্রেমী শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবী, শিশু-কিশোর প্রবীণ ও সাধারণ জনগণ জ্ঞানের আলো খুঁজতে আসেন।আবার কেউ চাইলে বিনামূল্যে সদস্য হয়ে কার্ড ইস্যুর মাধ্যমে ৭ দিনের জন্য বই বাসায় নিয়েও পড়তে পারে। আবার স্কুল কলেজের অনেক দরিদ্র ও অস্বচ্ছল শিক্ষার্থীরা পাঠাগারে এসেও বই পড়তে পারে। চাইলে যে কেউ বিনামূল্যে এখানে এসে অনলাইনে সেবাও নিতে পারে। লাইব্রেরীটিতে গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, ইতিহাস, ভ্রমণ কাহিনী, জীবন কাহিনি, আইন ও বিচার বিষয়ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চিকিৎসা ও স্বাস্থ্য, শিশুতোষ, আবিষ্কার, ধর্মীয়, খেলাধুলা, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক, অনুবাদ সাহিত্য, ইংরেজি গল্প সম্ভারসহ স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য একাডেমিক বই রয়েছে।
মো:আকছেদ আলী
ভাঙ্গুড়া,পাবনা
01710986435
ReplyReply allForward
|