তাড়াশে উন্নয়নের  ছোঁয়া লেগেছে গ্রামীন জনপদে

Spread the love
আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরের টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) টাকায় উন্নয়ন প্রকল্প তড়িৎ গতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্পের কাজ সম্পূর্ণ করা হয়েছে। বিশষ করে, এই প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে প্রত্যন্ত গ্রাম এলাকাতে ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে।
গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও বিভিন্ন সামাজিক সংগঠনে উন্নয়ন কাজ করা জন্য সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ ২০২২-২৩ অর্থ বছরে প্রথম পর্যায়ের টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) বরাদ্দ দিয়েছেন।সরেজমিনে গতকাল বুধবার দেখা যায়,  মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর গ্রামে বিস্তীর্ণ মাঠের জমির মধ্যে দিয়ে একটি সড়ক নির্মাণ করা হয়েছে। এ সড়কটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। উত্তর মথুরাপুর গ্রামের ইউসুফ আলী (৫১) নামে একজন প্রান্তিক কৃষক বলেন, আমাদের গ্রামে যাতায়াতের কোনো সড়ক ছিলনা। দীর্ঘ ১০০ বছর পর উত্তর মথুরাপুর হোসেনের বাড়ির পাকা রাস্তা হতে ঠেঙ্গার পাড় পর্যন্ত  একটি সড়ক পেয়েছি। এ সড়ক প্রথম বাড়েই বেশ প্রসস্থ ও উঁচু করে নির্মাণ করা হয়েছে। ফলে গ্রামবাসীর নির্বিঘেœ চলাচল নিশ্চিত হয়েছে।
মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের আয়নাল হক (৬০) বলেন, জন্ম থেকে আমরা কাঁদা-পানির মধ্যে দিয়ে চলাচল করেছি। এ বছর হামকুড়িয়া জয়নালের বাড়ি হতে শমসেরের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ করায় সেই দুঃখের অবসান হলো।
সগুনা ইউনিয়নের লালুয়া পাড়ার ফরহাদ আলী নামে এক ব্যক্তি বলেন, প্রত্যন্ত গ্রামের মানুষ আমরা। এ গ্রামে কম করে ২০ জন মানুষ অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন।  কিন্তু আগের সড়ক দিয়ে ভ্যান যেত না। দিন শেষে অন্য গ্রামে নিজেদের ভ্যান রেখে বাড়িতে আসতে হয়েছে। এ বছর লাজিমের মোড় হতে লালুয়া পাড়া মসজিদের জমি পর্যন্ত সড়কটি সংস্কারের পর আমরা নির্বিঘেœ ভ্যান নিয়ে বাড়িতে যেতে পারছি।
এদিকে মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিলুর রহমান হবিবসহ অন্যান্য জন প্রতিনিধিরা বলেন, টিআর ও কাবিখার টাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে গ্রামীন জীবনেও ডিজিটালের ছোঁয়া লেগেছে। সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ পূনরায় নির্বাচিত হলে এ উন্নয়নের ধারা আরও বেগবান হবে।  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অতিঃ দাঃ গোলাম রাব্বানী বলেন, ২০২২-২৩ অর্থ বছরের টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) টাকায় উন্নয়ন প্রকল্পগুলো দৃশ্যমান হয়ে উঠেছে। এ প্রসঙ্গে সিরাজগঞ্জ -৩ (তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ বলেন, আমি নির্বাচিত হওয়ার পর বহু সংখ্যক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বিশেষ করে গ্রামীন জনপদে অধিকতর উন্নয়ন হয়েছে।
One attachment • Scanned by Gmail

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD