বিশেষ প্রতিনিধি : ‘শেখ হাসিনার অবদান-শতবর্ষী ডেল্টা প্লান ’। এ প্রকল্প বাস্তবায়নে মাস্টারপ্লান প্রনয়ণের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার চলনবিল অধ্যূষিত তাড়াশ উপজেলায় “ চলনবিল পূণরুজ্জীবন ও পূণরুদ্ধার” শীর্ষক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জানুয়ারি বুধবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারের অর্থনৈতিক বিভাগের অতিরিক্ত সচিব মো. মফিদুল ইসলাম। শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেন ডেল্টা প্লান প্রকল্পের টিম লীডার বেন উইটজেস। এছাড়াও বক্তব্য রাখেন কনসালটেন্ট হিলডে জ্যানসেন, প্রাতিষ্ঠানিক বিশেষজ্ঞ মির্জা মো. মহিউদ্দিন, জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ডা. ফারহানা আহমেদ, উর্দ্ধতন সহকারী নাজমুল হক ভুইয়া, সহযোগী বিশেষজ্ঞ অনিন্দ বনিক, আতিকুর রহমান ও সিভিল ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ প্রমূখ। জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী -বেসরকারী শ্রেণী পেশার প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় দলীয় কাজের মাধ্যমে চলনবিল ও ডেল্টা প্লানের বিভিন্ন বিষয়ে মতামত ও সুপারিশ তুলে এনে সেসব উপস্থাপন করা হয়। উল্লেখ্য, শতবর্ষী ডেল্টা প্লানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প কর্ম এলাকা নির্ধারিত হয়েছে চলনবিল।
