ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় রেলের জায়গায় নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক নাজমুল শেখ (২৮) উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বুধবার (২৬অক্টোবর)দুপুর আড়াইটার দিকে পৌরশহরের ভাঙ্গুড়া বাজারের বড়াল বেইল সেতুর পশ্চিম পার্শ্বে এ ঘটনা ঘটেছে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরশহরের বড়াল বেইলি সেতুর পশ্চিম পাশে রেলওয়ের জমিতে গড়ে তোলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবুল কালাম আজাদের দ্বিতল ভবনের নির্মাণ কাজ চলছিল।ঘটনার দিন বুধবার সকাল থেকে নাজমুল শেখ ওই ভবনের ভেতরে দোকান সার্টারে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। কাজ করতে গিয়ে হঠাৎ অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হলে,ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের আত্মীয়-স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।