সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শীলা রানী দাস । বৃহস্পতিবার( ১৩ অক্টোবর) বিকেলে তাড়াশ উপজেলার পালাশী সরকারি প্রাথমিকবিদ্যালয় তাকে সংবর্ধনা প্রদান করেছেন। উপজেলা পলাশী স্বপ্ন ছোয়া যুব সংঘের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারুক আহমেদ । প্রধান অতিথি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন সিরাজগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা আব্দুল আজিজ । এসময় তিনি বলেন, আজ শীলা রানী আমাদের গর্ব। তিনি জেলার কয়েকহাজার শিক্ষকের মধ্য থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। পুরো তাড়াশের জন্যে তিনি সম্মান বয়ে এনেছেন। ভবিষ্যতে তার নিকট থেকে আরও ভালো কিছুর প্রত্যাশা রইলো।
