স্টাফ রিপোর্টার : তাড়াশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও লেখক মরহুম আলহাজ¦ রহমত উল্লাহ স্মরণে এক মুক্ত আলোচনা সভা আগামী ২২ অক্টোবর শনিবার তাড়াশ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। কবিতা ক্লাব তাড়াশ শাখা এ সভার আয়োজক।
জানা গেছে, তাড়াশ-রায়গঞ্জের সাংসদ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ প্রধান অতিথি, তাড়াশ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত থাকবেন। অনুষ্ঠান সূচিতে আছে স্বাগত ভাষন, কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, আলোচনা পর্ব, গুণীজন সম্মাননা ও দোয়া মাহফিল। সভাপতিত্ব করবেন কবিতা ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাইদ। এতে সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।