নাটোর প্রতিনিধি,
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ফুটবল একাডেমির খেলোয়াড়দের অনুশীলনের ৫টি ফুটবল প্রদান করেছেন নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেন।গত শুক্রবার স্ব-শরীরে মাঠে এসে একঝাঁক ক্ষুদে ফুটবলারদের মাঝে তার ব্যক্তিগত তহবিল হতে এ ফুটবলগুলো বিতরণ করেন তিনি ।ফুটবল পেযে একাডেমির খেলোয়াররা আনন্দে উদ্বেলিদ হয়ে সদ্য পদোন্নোতিপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার জন্য সুস্বাস্থ্য কামনা করেন।
এ সময় একাডেমির ম্যানেজার মোঃ মাসুদুর রহমানসহ ক্ষুদে খেলোয়াড়দের সাথে কুশলাদি বিনিময় করে খেলাধুলা করার জন্য উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, আমাদের সন্তানদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটিয়ে সুস্থ সবল ভাবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই
|