আবদুর রাজ্জাক রাজু
এখন সময় ও যুগের ধারা পাল্টে গেছে
এখন মানুষের ব্যবহার-বৈশিষ্ট্য বদলে গেছে
এখন সমাজের হালচালে উল্টো হাওয়া বইছে
এখন বিশে^ বহু কিছু উদ্ভট পরিবর্তন ঘটে চলেছে
তাই এখন ঈমান-আমল ঠিক রাখাই কঠিন।
এখন আপনজনেরা আর ঘনিষ্ট আপন নেই
এখন আত্মীয়তার বন্ধন আর আগের মতো অকৃত্রিম নেই
এখন মানুষের মানবিক গুণাবলী দ্রুত ক্ষয়ে চলছেই
এখন পৃথিবীটাও যেন আগের স্থানে নেই
তাই এখন ঈমান-আখলাক ঠিক রাখাই কঠিন।
এখন সবাই স্বার্থের নেশায় উত্তাল
এখন মানুষ ক্ষমতার নেশায় উন্মাদ
এখন সকলে কর্তৃত্বের মোহে অন্ধ
এখন মানুষের মাঝে বেশী পশুতের¡ গন্ধ
তাই এখন ঈমান-আকিদা সুরক্ষা করাই কঠিন।
এখন মিথ্যের কী যে ভয়াবহ প্রতাপ
এখন অসত্যের কী যে দুর্দান্ত দাপট
এখন নীচুতার মূল্যমান কত যে উঁচু
এখন অসততার বাজার কত না প্রসার
তাই এসবের ভিড়ে এখন ঈমানদারিত্ব অটুট রাখাই চ্যালেঞ্জ।
এখন ধর্মেও নানা ফেতনা-ফ্যাসাদ
এখন আমলেও নানা গলদ ও ভেজাল
এখন জ্ঞান-বিজ্ঞানেও নানা বিপদ-বিচ্যুতি
এখন দূষণ-দুর্নীতিতে সুনামী, সয়লাব
এখন মানুষের আবরনে অমানুষের সংখ্যা বেশী
তাই এখন ঈমান-আমল হেফাজত করাই কঠিন।
২০.০৯.২০২২