নিজস্ব প্রতিবেদকঃ ৮ সেপ্টেম্বর ২০২২ তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রীদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান এবং অত্র কলেজের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী অনুষ্ঠানের প্র¯‘তি সভা সকল বর্ষের ছাত্রী, অভিভাবক, শিক্ষক, কর্মচারী ও গভর্নিং বডি সমন্বয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ খলিলুর রহমান। মানসম্মত পাঠদান, শতভাগ উপ¯ি’তি ও ভাল ফলাফল অর্জনের বিষয় নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ বক্তব্য উপ¯’াপন করেন বক্তারা। বক্তব্য রাখে এ+ প্রাপ্ত ছাত্রী তাছলিমা খাতুন। অর্ধবার্ষিক পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল আজিজ, শহিদুল ইসলাম, আব্দুল গফুর, রেজাউল করিম, বিরঙ্গ কুমার সরকার, মাহমুদা মোস্তারিন, সাব্বির হোসেন, প্রভাষক মোক্তার হোসেন এবং উপাধ্যক্ষ মোঃ শাহাদত হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন বর্ষিয়ান জননেতা বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ আব্দুর রহমান মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আরিফুর রহমান। সভায় অধ্যক্ষ সাহেব কলেজের আগামী দিনে সাফল্যে সমৃদ্ধি কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।