পিতা পুত্র দুজনেই প্রতিবন্ধী
আজ ৮/৮/২২ একটি হুইলচেয়ার বিতরণ করা হলো। W/c no- 06
মানবতার কাজে সবার পাশে
বাস্তবায়নে ঃভিলেজ ভিশন বাংলাদেশ @ Village vision Bangladesh অর্থায়নেঃ হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাষ্ট। সার্বিক তত্ত্বাবধানেঃ প্রচেষ্টা ( সবার পাশে) পরিচালক শাহাবাজ খান সনি শাহজাদপুর, সিরাজগঞ্জ।
রুগী মোঃ জয়নাল আবেদীন,বয়স ৭০+ (অফিস সহকারী বস্তুল হাইস্কুল) ১৫ বছর আগে স্ট্রোক করে ( প্যারালাইসিস) ছেলে মোঃ হৃদয় বয়স ২৫ বছর জন্মগত ভাবে প্রতিবন্ধী গ্রামঃপেঙ্গুয়ারী পশ্চিম পাড়া, তাড়াশ,সিরাজগঞ্জ।আমরা( ভিলেজ ভিশন) আপনাদের আমানত হকদারের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করি
এ সময় উপস্থিত ছিলেন ডোনারের পক্ষে প্রচেষ্টার পরিচালক জনাব শাহবাজ খান সনি, ডাক্তার রাজু আহমেদ,ভলান্টিয়ার সুলতান মাহমুদ, সাকিলআহমেদ,সিয়াম ও ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার। হাউজ অব মান্নান চ্যারিটেবলে ট্রাস্টের পক্ষে শাহাবাজ খান সনি উপকারভোগীর হাতে হুইলচেয়ারটি তুলে দেন। হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার নার্গিস ম্যাডামের পাহাড় পরিমান সম্পদ দিয়েছেন আল্লাহতালা আর মনটা দিয়েছেন আকাশ বরাবর আলহামদুলিল্লাহ। আল্লাহতালা আমাদের সকলকেই এর জাজা খায়ের দান করবেন ইনশাআল্লাহ।