সিরাজগঞ্জের তাড়াশে পৃথক অভিযানে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।রবিবার (৭ আগস্ট) উপজেলার ধামাইচ এলাকার ঈশ্বরপুর গ্রামে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে দেড় কেজি গাঁজাসহ আটক করে। আটকৃতরা হলো- লুৎফর ফকিরের ছেলে রুবেল ফকির (২৯), ছকিনা বেগম (৩০) ও তার স্বামী হোছেন আলী। তাদের বাড়ি ধামাইচের ঈশ্বরপুর গ্রামে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। তারা এই এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী।অপরদিকে উপজেলার গুল্টা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তায়বর আলী নামে একজনকে আটক করেছে পুলিশ।তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। তাদেরকে নিয়মিত মাদক মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।