আরিফুল ইসলামঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ তাড়াশে উপজেলা আওয়ামীলীগের আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৮ই আগষ্ট) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস ছামাদ খন্দকার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের পরিচালনায় ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার হোসেন, সহ-সভাপতি ইউনুছ তাড়াশী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির লিমন,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ, মহিলা যুবলীগের সভাপতি শায়লা পারভিন প্রমূখ।