সিরাজগঞ্জে নকল ডিটারজেন্ট পাউডার তৈরির দায়ে পলাশ বীজ ভাণ্ডার নামে একটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (২৭ জুলাই) দুপুরে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়
একই স্থানে সয়াবিন তেলের মূল্য বেশি রাখায় সন্তোষ ব্রাদার্সকে ২০ হাজার, নিতাই কুণ্ডুকে আট হাজার ও সানজিতা মিষ্টান্ন ভাণ্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার দুপুরে রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
|