আব্দুল কুদ্দুস তালুকদার – গত রবিবার সন্ধ্যায় অগ্রণী ব্যাংক লিঃ নিমগাছি শাখা সিরাজগঞ্জ এর অফিসে বিদায়ী ম্যানেজার মোহাম্মদ আলী জিন্নাহ ও নবাগত ম্যানেজার পলাশ কুমার সাহার বিদায় ও বরন উপলক্ষ্যে এক সভা প্রিন্সিপাল অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিমগাছি অনার্স কলেজের অধ্যক্ষ হাজী আমিনুল বারী তালুকদার, এসএম ব্রীকস এর সত্বাধিকারী হাজী শাহ আলম সরকার, আওয়ামী লীগ নেতা বরুন কুমার সরকার, শহীদুল ইসলাম মাস্টার, বিদায়ী ম্যানেজার মোহাম্মদ আলী জিন্নাহ, নবাগত ম্যানেজার পলাশ কুমার সাহা, ভুয়াগাঁতী শাখা ম্যানেজার আহসান হাবীব, ব্যাংকের স্টাফ মিঃ মানিক । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফেরদৌস সরকার তালেব, বীর মুক্তিযোদ্ধা ভজন কুমার শীল, বিশিষ্ট ব্যাবসায়ী প্রফেসর আলী আশরাফ, কামাখ্যা চরন পোদ্দার, খোকন সাহা, শাহাদত হোসেন, বিএনপি লীডার আমিনুল ইসলাম জিন্নাহসহ সর্বস্তরের মানুষ।এর আগে ম্যানেজার সাহেবগনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শাহ আলম সরকার ও এজেন্ট ব্যাংক ম্যানেজার ববিতা রানী মাহাতো। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন লোন অফিসার সোহেল রানা ও পবিত্র গীতা পাঠ করেন এজেন্ট ব্যাংক উদ্যোক্তা সুনীল কুমার মাহাতো। অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন সোহেল রানা।

Exif_JPEG_420