পুলিশি নির্যাতনে পরিবহনকর্মীর মৃত্যুর অভিযোগ, এসআই প্রত্যাহার

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশান (এমএসএফ) এর তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ

সংবাদসূত্রে প্রকাশ মাগুরার শ্রীপুরের নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে নির্যাতনে সালাম শেখ (৫০) নামের স্থানীয় ওয়াপদা বাসস্ট্যান্ড এলাকার বাসকাউন্টার-কর্মীর মৃত্যুর অভিযোগের ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশান (এমএসএফ) তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠূ তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে।

সংবাদসূত্রে জানা যায়,  ১৬ জুলাই, ২০২২ তারিখ শনিবার বিকেল পাঁচটার দিকে ওয়াপদা বাসস্ট্যান্ডের নূপুর পরিবহনের টিকিট কাউন্টারে বাসের টিকিট কেনাবেচা নিয়ে এক যাত্রীর সঙ্গে কাউন্টারকর্মী সালাম শেখের কথা কাটাকাটি হয়। এ সময় যাত্রী মোবাইল ফোনে নাকোল পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানালে উপপরিদর্শক জামাল হোসেন একদল পুলিশ  নিয়ে সেখানে আসেন। জামাল হোসেন সেখানে এসেই সালামের বুকে লাথি মারাসহ মারধর করে এবং পুলিশ ভ্যানে উঠিয়ে ফাঁড়িতে নিয়ে যান। অভিযোগ উঠেছে ফাঁড়িতে নিয়েও তাকে মারধর করা হয়। পরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ডাক্তার এহসান হাসান জানান,‘হাসপাতালে আনার আগেই সালাম শেখ মারা গেছেন।’ এ ঘটনায় ওয়াপদার মোটর শ্রমিক নেতাকর্মীসহ এলাকাবাসী মাগুরা-ঢাকা মহাসড়কে টায়ার জ্বালিয়ে কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ করেন এবং নির্যাতনকারী নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামালের বিচারের দাবি জানান। একই দিন সন্ধ্যায় উপপরিদর্শক জামাল হোসেনকে মাগুরা পুলিশ লাইনসে ক্লোজ করা হয়।মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশান (এমএসএফ) মনে করে পুলিশ হেফাজতে নির্যাতন ও পরবর্তীতে মৃত্যুর বিষয়টি অনাকাঙ্খিত ও অপ্রতাশিত যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আটক যে কোনো ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব, পাশাপাশি পুলিশের জবাবদিহি নিশ্চিত করা রাষ্ট্রের মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতা। এমএসএফ আটকাবস্থায় সালাম শেখের মৃত্যুর বিষয়টি গুরুত্ব দিয়ে অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠূ তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD