টোলচার্ট (মুল্য তালিকা ) টাঙ্গানো হয়নি
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা ঃ সিরাজগঞ্জেরতাড়াশেরনওগাঁহাটেখাজনারনামে নৈরাজ্য চললেও দেখার কেউ নেই। পত্যক্ষদর্শী ও এলাকাবাসিরাজানান গত বৃহস্প্রতিবার কোরবানীর শেষ হাটেইজারাদার কতৃক জোরপুর্বক পেশীশক্তি ও ক্ষমতার দাপটখাটিয়ে অতিরিক্ত খাজনাআদায়করাহয়েছে। ক্রেতা বিক্রেতাউভয়েরনিকটঅতিরিক্ত খাজনাআদায়েরব্যাপারেনওগাঁকমিটিরসভাপতিআকবরআলীকেজিজ্ঞেসকরলেতিনিবলেনপ্রশাসন থেকে শুরুকরেসাংবাদিকমিডিয়াক্ষমতাশীনসকলকেম্যানেজকরেই এ টাকানিচ্ছি। দেখেননাপুলিশআসছে দেখছে চলেযাচ্ছে। কেউ বাড়াবাড়িকরলেআমাদেরবাহিনী দেখছেনহাটের মোড়ে মোড়েলাঠি সোঠানিয়ে দাড়িয়েআছে । ঠান্ডাকরতেসময়লাগবেনা। বাস্তবেইতাইহলো এ কেমনক্ষমতারঅপব্যহার। গরুপ্রতি ৮০০ টাকা বিক্রেতারনিকট থেকে ২০০ টাকাখুটিতেবাধতে ৩০০ টাকা সব মিলেগরুপ্রতি ১৩০০ টাকাছাগল ভেড়াপ্রতি ৪০০ বিক্রেতা ১০০ টাকা মোট ৫০০ টাকা জোরপর্বকখাজনাআদায়করাহয়। উত্তরাঞ্চলের শ্রেষ্ঠহাট গুলোরমধ্যে নওগাঁহাটঅন্যতম । চলতি ১৪২৮ বাংলাসনেভ্যাটসহতিন কোটি ৫০ লাখটাকায়হাটইজারা নেওয়াহয়। তার পর থেকেই অতিরিক্ত খাজনাআদায়করাহচ্ছে। সরিাজগঞ্জজলোপ্রশাসক ড. ফারুকআহম্মদমুঠোফোনবেলনেবর্তমানেমুল্য তালিকায়প্রতিটিগরুমহিষ ২৫০ টাকাপ্রতিটিছাগল ভেড়া ৫০ টাকাখাজনানির্ধারনকরাহয়েছে। জেলাপ্রশাসকেরনির্ধারিততালিকার প্রেক্ষিতেনওগাঁহাটঘুরেসম্পুর্ন ভিন্নচিত্র দেখাযায়। খাজনাররশিদ বহিতে ৮০০ লেখা থাকলে ও অন্যান্য টাকারশিদে উত্তোলনকরাহয়নি। আবার কোন কোনরশিদে টাকার অঙ্ক নালিখে দেখানোহয়েছেপরিশোধ। যাসম্পুর্ন বেআইনি। স্থানীয়বাসিন্দা মোঃআলাউদ্দিন,আঃমান্নান, লালুসহঅনেকেরই বক্তব্য হলোএখানেপ্রশাসনের কোনভুমিকা নেই। এরাযা ইচ্ছে তাইকরে । অতিরিক্ত খাজনাভয়েঅনেক ক্রেতানওগাঁহাটেআসেনা।অবৈধ্য দাপটখাটানোরকারনেএভাবেই এক সময়েরপ্রসিদ্ধ মির্জাপুর, প্রতাপহাট ধংশ হয়ে গেছে। এখনগরুছাগলেরহাটবসানোহয়জিন্দানীকলেজমাঠে। এই কলেজ চত্বরে মহানমুক্তিযুদ্ধে অন্যতম গেরিলাবাহিনী পলাশডাঙ্গা যুবশিবিরের দর্শনীয় স্মৃতিত্মম্ভ ও মুক্তিযুদ্ধ যাদুঘর।সেসব স্মৃতিচিহ্র অপবিত্রকরেঅন্যায়ভাবেগরুছাগলেরহাটবসানোহয়। সরকারীবিধানমতে স্কুলকলেজমাঠেহাটলাগানোসম্পুর্ন বেআইনি।এব্যাপারেনওগাঁজিন্দানীডিগ্রিকলেজেরভারপ্রাপ্তঅধ্যক্ষআবুলকাশেমবলেনকলেজমাঠেহাটবসানোরজন্য কেউ অনুমতি নেন নি। তিনিবলেন স্থানীয় দাপটেঅনেককিছুইতারাকরেন। সরেজমিনেঘুরেপুরোহাটে কোথাওটোলচার্ট (মুল্য তালিকা ) টাঙ্গানো হয়নি। নওগাঁহাটকমিটিরসভাপতিআকবরআলী অতিরিক্ত টোলআদায়ব্যাপারেবলেনপ্রশাসন ও ক্ষমতাশীন দলের লোকজনদেরম্যানেজকরেই টোলআদায়করছি। তাদেরকে শেয়ার ও দিয়েছি। # শাহজাহানতাং ০৮,০৭,২২ মোবাইল ০১৭৪০৯৬৬৮৩৯