রাশিদুল হাসান, রায়গঞ্জ সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা অডিটরিয়াম হলরুমে কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনায়নে স্থানীয় সমস্য চিহিৃত করণ ও সমাধান কল্পে রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা গতকাল সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর পরিচালনা বোর্ডের সদস্য কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট। অন্যান্যর মধ্যে বক্তব্যদেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক, ইআইআরপি, বিএমডিএ, রংপুর সার্কেল, রংপুর মোঃ হাবিবুর রহমান খান, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার ইমন, রায়গঞ্জ পৌরসভার মেয়র, মোঃ আব্দুল্লাহ আল-পাঠান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাস, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা পারভেজ, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
