রাশিদুল হাসান, রায়গঞ্জ সিরাজগঞ্জ :সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯নং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম ছরওয়ার লিটন। বাজেট উপস্থিপন করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হাফিজুর রহমান। বাজেটের মোট আয় ধরা হয়েছে ৫ কোটি ২১ লক্ষ ১৪ হাজার ৮৫৫ টাকা, মোট ব্যয় ৫ কোটি ১৭ লক্ষ ৬৭ হাজার ৩৫৫ টাকা ও উদ্বৃত্ত ৩ লক্ষ ৪৭ হাজার ৫ শত টাকা। আরিফ হোসেনের উপস্থাপনায় বাজেটের উপর উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেণ প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ মোস্তাক আলী, সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ শেফালী খাতুন, ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাক প্রমূখ।
