গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোররের গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে রবিবার দুপুরে আম বোঝাই পিকআপের নিচে চাপা পড়ে আছিয়া নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু আছিয়া নাজিরপুর কারিগর পাড়া গ্রামের সুপারির ব্যাপারি সাইফুল ইসলামের মেয়ে। শিশুটি তার বাড়ির সামনে খেলা করার সময় ঘাতক পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। পিকআপটি (নং- রংপুর ন-১১-১৪৩৩) পুলিশ আটক করলেও চালক ও তার সহকারী পলাতক রয়েছে। গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।