স ম আব্দুস সাত্তার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জে রায়গঞ্জে ধামাইনগর ফরিদপুর পাকা রাস্তায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ফরিদপুর পাকা রাস্তায় ওই অজ্ঞাত নামা যুবকের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে বেলা ১১ টায় থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরন করেছে। এবিষয়ে থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমাদের ধারনা অজ্ঞাত নিহত যুবক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। তারপর ও আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করছি।