চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে ভাসমান যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সানকিভাঙ্গা বিল (চিকনাই নদীর সংযোগ খাল) থেকে শুক্রবার সন্ধ্যার দিকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রাম ঢাকাইয়া পাড়ার দুলাল হোসেনের ছেলে লিখন হোসেন (২৮)।
সে ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামে শ্বশুর বাড়িতে থাকতো। তার শ্বশুরের নাম আফজাল হোসেন। শুক্রবার বিকেলে এলাকার লোকজন চিকনাই নদীর নালায় বিলের মধ্যে মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে তার স্বজনরা লাশটি লিখন হোসেনের বলে সনাক্ত করেন। শনিবার ময়নাতদন্তের জন্য পুলিশ লিখনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। চাটমোহর থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন জানান, কীভাবে তার মৃত্যু হয়েছে, নাকি তাকে হত্যা করা হয়েছে, তা জানা যাবে ময়নাতদন্ত রিপোর্ট পেলেই। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।