তাড়াশ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে ১৯০ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।মঙ্গলবার রাত পোনে দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ একটি আভিযানিক দল তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বরইচরা ভেংরী গ্রাম এলাকায় অভিযান চালান। এ সময় রানীরহাট চারমাথা শাপলা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামানে থেকে মাদক ব্যবসায়ী মো. নাসির উদ্দিন (২৫)কে ১৯০ বোতল ফেন্সিডিল এবং ১৫ কেজি গাঁজাসহ আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী মো. নাসির উদ্দিন নীলফামারী জেলার ডিমনা উপজেলার কলেজ পাড়া বাবুরহাট গ্রামের মৃত হায়দার আলী ছেলে।
এ ছাড়া আটক কালে ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক কেনা -বেচার কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার, ১ টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তাড়াশ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।