সনজু কাদের
ঈদের দিনে একা একা
কেউ করনা ভোজ
বাড়ীর পাশে গরীব লোকের
একটু নিও খোঁজ ।
তোমরা খাবে পোলাও মাংস
নতুন জুতা পায়ে
হয়ত ওরা থাকবে উপোষ
ছেড়াঁ জামা গায়ে ।
একটি পোষাক ওদের দিও
একটু দিও খাবার
পরকালের ছোয়াব এখুন
একটু কর জোগাড় ।
ঈদের সময় বেশি বেশি
ওদের দিও যাকাৎ
পরকালে ওদের জন্যই
হতেও পারে নাযাত।
ঈদের মাঠে কোলাকুলি
ওদের সাথেই কর
তাদের সাথে মিলেমিশে
ওদের হাতটি ধর।
ঈদের দিনে যত পার
ওদের ভালবাস
তোমার সাজে ওদের সাজাও
একই হাসি হাসো।