
অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ।
চলতি বছরে রেলপথটির নির্মাণকাজের শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার সকাল ১১টার দিকে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প পরিদর্শনে এসে তিনি বগুড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, এই প্রকল্পের কিছু জটিলতা ছিল। বর্তমানে প্রকল্প নিয়ে আর কোনো জটিলতা নেই। আগামী জাতীয় নির্বাচনের আগেই এ রেলপথ নির্মাণের কাজ শেষ হবে। প্রকল্প এলাকার সুবিধা ও অসুবিধা দেখতে আমি এখানে এসেছি।
বগুড়া রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ও বগুড়ার স্টেশন মাস্টার সাজেদুর রহমান উপস্হিত ছিলেন। উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ অক্টোবর একনেক সভায় বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্প অনুমোদন লাভ করে।
|