মেহেরুল ইসলাম বাদল : সিরাজগঞ্জের তাড়াশে “পানি অধিকার মানবাধিকার” এই প্রতিপাদ্যকে নিয়ে বিশ^ পানি দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভা তাড়াশ পাবলিক লাইব্রেরী হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল সোমবার বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা পরিবর্তন এর আয়োজনে ও এএলআরডি’র সহযোগীতায় ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবর্তনের সভাপতি আলহাজ আব্দুল গফুর মিয়া।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী মোঃ অহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন ও তাড়াশ থানার এস আই মোঃ সরোয়ার হোসেন।স্বাগত ভাষন দেন পরিবর্তনের নির্বাহী পরিচালক ও সাপ্তাহিক চলনবিল বার্তা সম্পাদক আবদুর রাজ্জাক রাজু। ধারণাপত্র উপস্থাপন করেন চলনবিল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। মুক্ত আলোচনা পর্বে মূল্যবান সুপারিশ প্রদান করে বক্তব্য রাখেন গাজী সাইদুর রহমান সাজু, অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল ,শফিউল হক বাবলু, জাকির আকন,আতাউর রহমান, আব্দুল কুদ্দুস তালুকদার, সাবি¦র আহম্মেদ, ফজলুর রহমান, শরীফ খন্দকার,মোঃ কামাল হোসেন,মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিবর্তনের প্রেগ্রাম ডিরেক্টর ও ইত্তেফাক এর তাড়াশ প্রতিনিধি গোলাম মোস্তফা। সভায় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।