নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণ কার্যক্রমের বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কমর্কর্তা মো. মেজবাউল করিম স্থানীয় সংবাদ কর্মীদের নিয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কমর্কর্তা মো. মেজবাউল করিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার। এ লক্ষ্যে তিনি অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়টি সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে অন্তর্ভূক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস প্রমূখ।
