লক্ষ্মীপুরে পুলিশ হেফাজতে পরোয়ানাভূক্ত আসামীর মৃত্যু

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন ( এমএসএফ) এর গভীর উদ্বেগ

[সংবাদে প্রকাশ লক্ষ্মীপুর পুলিশ পরোয়ানা ভুক্ত জনৈক আব্দুল কুদ্দুছ (৪৫)কে ২০ এপ্রিল, ২০২২ তারিখ সন্ধ্যা ৭টার দিকে সদরের নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে। থানা হেফাজতে নেয়ার পর তার বুকে ব্যাথা অনুভব হলে সদর হাসপাতালে নিলে রাত পৌনে ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অবহেলা বা নির্যাতনমূলক আচরণ এর উপাদান থেকে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছে।গণমাধ্যম সুত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌর শহরের মেঘনা রোড এলাকার কসমিক ফার্মাসিটিক্যালের এরিয়া ম্যানেজার এবং মিনহাজ ফার্মেসীর মালিক আব্দুল কুদ্দুছকে সন্ধ্যা ৭টার দিকে সদর থানা পুলিশ ঢাকার ওয়ারী থানায় চেক ডিজওনার মামলায় পরোয়ানা ভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করে। পরে থানা হেফাজতে নেয়ার পর তার বুকে ব্যাথা অনুভব হলে রাত ১০টার দিকে তাকে সদর হাসপাতালে নিলে রাত পৌনে ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি ও চিকিৎসকদের বক্তব্য আব্দুল কুদ্দুছ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এসময় সহকারী পুলিশ সুপার সার্কেল মিমতানুর রহমান ও সদর থানার ওসি জসীম উদ্দিনসহ বিপুল সংখ্যক পুলিশ হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নেন।  পরিবার ও এলাকাবাসী জানান, কুদ্দুছকে গ্রেপ্তারের পর তার বুকে ব্যাথা অনুভব হয়। কিছুক্ষণ পর হাসপাতাল প্রাঙ্গণে এসে এ্যাম্বুলেন্সে মরদেহ দেখতে পান। সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, ওয়ারেন্টমূলে আসামী আব্দুল কুদ্দুছ পুলিশি নির্যাতনে মারা গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, হেফাজতে যে কোন ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করা পুলিশের আইনি দায়িত্ব। পুলিশ হেফাজতে গ্রেফতারকৃত  ব্যক্তির মৃত্যু অবশ্যই গুরুতর ঘটনা তাই এর পূর্ণ সুষ্ঠূ তদন্ত হওয়া উচিত। পুলিশের  ভাষ্য অনুযায়ী ৭টার দিকে গ্রেফতারের পর থানা হেফাজতে নেওয়ার পর আব্দুল কুদ্দুছ বুকে ব্যাথা অনুভুত হয়ে অসুস্থ হয়, এর  পরপরই কর্তৃপক্ষ তার চিকিৎসার কি ব্যবস্থা গ্রহন করেছিল তা প্রকাশ করা হউক। এম এস এফ মনে, করে আব্দুল কুদ্দুছের মৃত্যু যে ভাবেই হোক না কেন প্রকৃত ঘটনা উদঘাটনে অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠূ তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:

Website Design, Developed & Hosted by ALL IT BD