মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেশরৌহালী গ্রামে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন খামার ( হ্যাচারী) গড়ে উঠছে। বেড়েই চলছে হাঁসের বাচ্চা উৎপাদন। এখানকার খামারগুলোয় উৎপাদিত হাঁসের বাচ্চা দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও খামারীরা কিনতে আসেন। প্রতিদিন হাজার হাজার হাঁসের বাচ্চা বিক্রি হয়। মহেশরৌহালীর হাঁসের বাচ্চা উৎপাদন ও বিক্রিতে গোটা দেশের মধ্যে সেরা মোকাম বাজার হয়ে উঠেছে। তাড়াশ উপজেলার মহেশরৌহালী গ্রামটি হাটিকুমরল মহাসড়কের একেবারে পাশেই। গত কয়েক বছরে গ্রামটিতে ছোট বড় মিলে প্রায় ১০০ থেকে ১২০ টি হাঁসের বাচ্চা উৎপাদন খামার গড়ে উঠেছে। খামারগুলো হাঁসের বাচ্চা উৎপাদন হ্যাচারী নামেও পরিচিতি পেয়ে আছে। এখানকার খামার মালিকেরা আগে অন্য পেশায় কাজ কিংবা ব্যবসা করেছেন বলে জানা গেছে। প্রায় ২০ বছর আগে মোঃ আলম ফকির (৪২) নিজ মহেশরৌহালী গ্রামে প্রথম হাঁসের বাচ্চা উৎপাদন খামার গড়েন। তিনি পূর্বে কৃষি কাজ করতেন। তার খামারটি এখন সবচেয়ে বড় খামার।এ গ্রামে গড়ে তোলা আরো কয়েকটি খামার মালিক হলেন মোঃ আলিম ফকির , আলামিন ফকির , রিপন ফকির , আলতাপ ফকির , মোস্তফা প্রাঃ। প্রতিবেদনে হ্যাচারির জন্ম দাতা মোঃ আলম ফকির বলেন , তার খামারে এক সাথে প্রায় ২০ হাজার থেকে ২৫ হাজার ডিম বাচ্চা উৎপাদনে জন্য বসানো হয়ে থাকে বলে তিনি জানান। পাবনা ,সিংড়া,নাটর,রাজশাহী, ফরিদপুর , সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা এলাকাসহ আরো বিভিন্ন এলাকা থেকে হাঁসের ডিম কিনে আনা হয়। তার খামারসহ অন্য খামারগুলোয় উৎপাদিত হাঁসের বাচ্চা পাবনা , যশোর , কুমিল্লা , কক্মবাজার,খুলনা,ঝিনাইদহ,কুষ্টি
তাড়াশ উপজেলার বিরল গ্রামের মোঃ রাসিদুল বলেন আগে অন্য পেশায় কাজ করেছেন। নিজ বাড়ীতে হাঁস লালন পালনে খামার ঘর করেছেন। এখান থেকে প্রায় এক হাজার হাঁসের বাচ্চা কিনে নিলেন । তার এলাকায় এমন আরো অনেক খামার আছে।এদিকে মহেশরৌহালী গ্রামের বিভিন্ন হ্যাচারী থেকে সরেজমিনে প্রায় দেড় ঘণ্টা থেকে দেখা গেছে গ্রামীণ বসতি বহু নারীকে এখান থেকে হাঁসের বাচ্চা কিনে নিয়ে যেতে দেখা গেছে। একাধিক জনের সাথে কথা বলে জানা গেছে এরা বাড়ীতে লালন পালনে ১০০ থেকে ২০০টি হাঁসের বাচ্চা কিনে নিচ্ছেন। সংসারের বাড়তি আয়ের সাথে তারা হাঁসের বাচ্চা লালন পালন করবেন বলে জানান । উপজেলা কৃষি কর্মকতা লুৎফান্নাহার বলেন হাঁসের বাচ্চা উৎপাদন খামারীগণ এর জন্য তার জেলাতে অবশ্যই পরামর্শ দেওয়া হবে।