স ম আব্দুস সাত্তার রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নির্মিত ৫ ইউনিট বিশিষ্ট ৪ টি সেমি পাকা ব্যারাক হাউজ উপজেলা প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। রবিবার বেলা ১২ টায় রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নে লক্ষীকোল উত্তর সরকারী জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন কর্তৃক আশ্রয়ন-২ প্রকল্পের নির্মিত সেমি পাকা ব্যারাক হাউজ রায়গঞ্জ উপজেলা প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪ সিগন্যাল ব্যাটালিয়ান এর অধিনায়ক লে: কর্নেল মো: মোতাসিম বিল্লাহ (পিএসসি), এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লে: মাহির শাহরিয়ার আটিলারী, উপজেলা সহাকারী কমিশনার ভূমি নুসরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী ও ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন সহ ইউপি সদস্য এবং গন্যমান্য ব্যক্তিবর্গ ।