আবুল কালাম আজাদ :নাটোরের গুরুদাসপুরে মাদরাসার বারান্দা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের উদ্ধার হওয়া মরদেহের সন্ধান মিলেছে।শনিবার (১৬এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১১টার সময় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার উদবারিয়া দাখিল মাদরাসায় ওই মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে রবিবার বিকেলে নাটোর মর্গে প্রেরণ করেছে। ধারনা করা হয়েছে তাকে শাস্বরোধ করে হত্যা করা হয়েছে।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন জানান, উদ্ধার হওয়া নিহত যুবকের নাম অন্তর (২০)। চাটমোহর থানার মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রাম গ্রামের ছবের আলীর ছেলে তিনি। শনাক্তকারী ব্যক্তি নিহতের সম্পর্কে খালু হন। নিহত অন্তর স্থায়ীভাবে কোনো কাজ করতো না। কখনও জুট মিলে কাজ করতো কখনও বা রাজমিস্ত্রীর কাজ । তবে কিভাবে কোন কারনে নয়াবাজার এলাকায় আসলো বা তাকে কারা নিয়ে এসে হত্যা করলো সে বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরে মুল ঘটনা জানাযাবে।
