ডাঃ আমজাদ হোসেন মিলন
সুন্দর বৈশাখী শাড়ী পড়ে তুমি রুপবতি
তোমার হাশিমাখা মুখে থাকে যেন মহমতি
বরন করে তরনীরা রঙিন পোশাক পরে
তোমার ঠোঁটে রঙ লাগায়ওরা ললাট ধরে।
কিন্তু তুমি হটাৎ রং পালটাও কেমনে
তোমার আগমনী সভাব ভয়ে আনে মনে।
এই তুমি সান্ত হও ঐ ভয়ংকর
বৈশাখী নাম ভুলে তবে নিয়ে আসো ঝড়।
তচনচ ভাঙচুর নিত্য তোমার সভাব
শিলাবৃষ্টি ঝড়ের তান্ডব নেইতো অভাব।
কুমারীরা বরন করে তোমার কেশগু ধরে
ভালো বেসে আঘাত হানো রুপের গৈরবে
রোদবৃষ্টি ঝড়হাওয়া নিত্য দিনের সভাব
সরলতার সুযোগ নিয়ে খাটাও প্রভাব।
সুধু তুমি সুন্দর সুধুই বাহিরে
তুমি অতি ক্ষুদ্ধ সবাই জানিবে।
এবারের বৈশাখ অতি সাদামাঠা
দ্রব্যমুল্য উর্ধগতি তাইতো তুমি তিতা।
|