ডাঃ আমজাদ হোসেন (উল্লাপাড়া) বাংলাদেশ থেকে —-
কিছুক্ষণ আগে পাকিস্তান থেকে আসা এমিরেটস এয়ারলাইন্স এর একটি বিমান শারজাহ এয়ারপোর্টে ল্যান্ডিং গিয়ার ব্লক হয়ে যাওয়ায় অবতর করার সময় মাটিতে আচরে পড়ে ১৭৪ জন যাত্রী মৃত্যু বরন করেন এয়ারক্রাফট বিমানটিতে মোট ২০৮ জন যাত্রী ছিল। ৩৪ জন প্রাণে বাচলেও তাদের অবস্থা আশাংকাজনক বলে হাসপাতাল সুত্রে জানানো হয়েছে
